Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Notice Board


    All

    ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস । এ বছর ভ্যাট দিবসের প্রতিপাদ্য হচ্ছে ”ভ্যাট দিব জনে জনে, অংশ নিব উন্নয়নে”

    At a glance

    আবগারী ও ভ্যাট বিভাগ, মৌলভীবাজার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট-এর আওতাধীন একটি দপ্তর। ২০১২ সালে এই দপ্তর প্রতিষ্ঠিত হয়।  এ দপ্তরের মূল কাজ মৌলভীবাজার জেলার মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আদায় নিশ্চিত করা। বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের সহকারী কমিশনার বা উপকমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা এই দপ্তরের বিভাগীয় কর্মকর্তা হিসেবে কাজ করেন।  এই দপ্তর গত ২০২৩-২০২৪ অর্থ বছরে ১৫৪.৪৭ কোটি টাকা রাজস্ব আহরণ করে। চলতি ২০২৪-২০২৫ অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১৭৯ কোটি টাকা। অত্র দপ্তরের ঠিকানাঃ

    বর্তমান অফিসঃ

    আবগারী ও ভ্যাট বিভাগ, মৌলভীবাজার।

    ঠিকানাঃ ৯৬৮ শমশেরনগর রোড (৩য় তলা),মৌলভীবাজার।

    ইমেইলঃ moulvibazarvat@gmail.com 


    স্থায়ী অফিস ও আবাসিক ভবন নির্মাণের জন্য অধিগ্রহণকৃত নিজস্ব জমিঃ

    মৌজাঃ বর্ষিজোড়া, জেএল নং-১০৫, হোল্ডিং নং-২১৯, আর এস খতিয়ান নং-৪৫৬৯, আর এস দাগ নং-৬৭২

    জমির পরিমাণ-০.৮৮২৪ একর, থানা-মৌলভীবাজার সদর, জেলা-মৌলভীবাজার।


    সার্কেল অফিসসমূহঃ

    আবগারী ও ভ্যাট বিভাগ, মৌলভীবাজার এর আওতায় তিনটি সার্কেল রয়েছে। একজন রাজস্ব কর্মকর্তা সার্কেলের দপ্তর প্রধান হিসেবে কাজ করেন। নিচে সার্কেলসমূহের বিস্তারিত তথ্য দেয়া হলোঃ 


    ক্রমিক নং
    সার্কেলের নাম
    অফিসের ঠিকানা
    আওতাধীন অঞ্চল
    ইমেইল
    ০১
    মৌলভীবাজার সদর সার্কেল
    ৫০৯, কাশিনাথ রোড,
    মৌলভীবাজার।
    রাজনগর উপজেলা ও
    মৌলভীবাজার সদর উপজেলা
    moulvibazarvatcircle@gmail.com
    ০২
    শ্রীমঙ্গল সার্কেল
    বি-৪৮, হাউজিং এস্টেট, শ্রীমঙ্গল,মৌলভীবাজার।
    শ্রীমঙ্গল উপজেলা ও
    কমলগঞ্জ উপজেলা
    sreemangalvatcircle@gmail.com
    ০৩
    কুলাউড়া সার্কেল
    জুড়ি রোড, বিছরাকান্দি, কুলাউড়া, মৌলভীবাজার।
    কুলাউড়া উপজেলা, 
    জুড়ি উপজেলা ও 
    বড়লেখা উপজেলা
    kulauravatcircle@gmail.com